ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বেরোবিসাসের বর্ষসেরা ফিচার রিপোর্টার হলেন পুলক

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত: ০১:১৬, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৪১, ২৫ এপ্রিল ২০২৫

বেরোবিসাসের বর্ষসেরা ফিচার রিপোর্টার হলেন পুলক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সেরা ফিচার রিপোর্টার হলেন ঢাকা মেইল ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এবং সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো কামরুজ্জামান পুলক। তিনি "বউয়ের চেইন বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন আন্দোলনে গুলিবিদ্ধ আরিফ" এই শিরোনামের ফিচার করে সেরা ফিচার রিপোর্টার হিসেবে মনোনীত হন। 

তিন ক্যাটাগরিতে তিনজনকে মিডিয়া এ্যাওয়ার্ড দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা ভিডিও রিপোর্টার এই তিন ক্যাটাগরিতে একজন করে তিনজনকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত এক বছরে করা ২০২৪ এর ডিসেম্বর পযন্ত প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।পুরস্কৃতদের মধ্যে ফিচারে পুরস্কার পেয়েছেন ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো কামরুজ্জামান পুলক।কালের কন্ঠের বেরোবি প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ ও বর্ষসেরা ভিডিও রিপোর্টার হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকা ও ডেইলি ক্যাম্পাস এর বেরোবি প্রতিনিধি মো: আনোয়ার হোসেন। 

আজ বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) রাতে বেরোবিসাস-এর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: শওকাত আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এসময় বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়। 

সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেরোবিসাসের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর সাব ইডিটর আব্দুল্লাহ আল মাহামুদ জয় ও আরেক সাবেক সভাপতি ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক আজকের পত্রিকার সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও এখন টিভির সাবেক রিপোর্টার মো কামরুজ্জামান হিমেল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মো শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসের দর্পন। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তথ্যকে সবসময় ইতিবাচকভাবে তুলে ধরা। বিশ্ববিদ্যালয় কে ব্রান্ডিং করা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মো:হারুন অর রশীদ,ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াস প্রামানিক, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শিপন তালুকদার, বর্তমান সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকা ও ডেইলি ক্যাম্পাস এর বেরোবি প্রতিনিধি মো: আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন আলী,সহ সভাপতি আবু সাইদ , যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলকসহ সাংবাদিক সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।

রাজু

আরো পড়ুন  

×