ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

প্রকাশিত: ১৮:৩৪, ২২ এপ্রিল ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানে ঢাকা শিক্ষা বোর্ড উদ্যোগ নিয়েছে। যেসব শিক্ষার্থী ফরম পূরণ করেও প্রথম দিন থেকে পরীক্ষায় উপস্থিত হয়নি, তাদের তথ্য আগামী ১৫ কর্মদিবসের মধ্যে গুগল ফরমে পাঠাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, "২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিদিন কিছুসংখ্যক পরীক্ষার্থী (ফরম পূরণকৃত) অনুপস্থিত থাকছে, যা উদ্বেগজনক।" এ অবস্থায়, অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য গুগল ফরমের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিটি অনুপস্থিত শিক্ষার্থীর জন্য আলাদা ফরম পূরণ করতে হবে। একাধিক শিক্ষার্থীর তথ্য এক ফরমে জমা দেওয়া যাবে না। তথ্য সংগ্রহের জন্য শিক্ষার্থী বা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ছাড়া, সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে।

এটি অত্যন্ত জরুরি পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শিহাব

×