
ছবি: জনকণ্ঠ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উঠতে লিফট স্থাপনের কাজ শুরু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সংলগ্ন সড়কের পাশে অবস্থিত উপাচার্য ভবনে এই লিফটের কাজ শুরু হয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, "আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন আবাসন সুবিধা। অথচ তা উপেক্ষা করে উপাচার্য ভবনে লিফট বসানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপ্রয়োজনীয় বিলাসিতা।"
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী লিখেছেন, "পোলাপানের থাকার মতো হল নাই, খাওয়ার মতো ডাইনিং নাই। আর এদিকে আমাদের ভিসি ভবনের রাজার ছেলেদের ২ তলায় উঠার জন্য লিফট বানাচ্ছে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, "ঢাকার ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করতে অনেক সিনিয়র সিটিজেন ও বিদেশি শিক্ষক আসেন। তাদের সিঁড়ি দিয়ে ওপরে ওঠা অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য দেখায়। এছাড়া ভবনের সিঁড়িগুলোর ধাপ বেশ বড় হওয়ায় লিফট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
শহীদ