ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আর আপনার বাসায় গেলে কেউ যদি দেখে ফেলে, কী না কী হবে স্যার?

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:০৫, ১৯ এপ্রিল ২০২৫

আর আপনার বাসায় গেলে কেউ যদি দেখে ফেলে, কী না কী হবে স্যার?

ছবি: সংগৃহীত।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে। 

আজ শনিবার (১৯ই এপ্রিল)  রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের একটি পেইজে শিক্ষক রশীদুল ইসলাম ও শিক্ষার্থী কথপকথনের একাধিক ম্যাসেজের স্ক্রিনশট ফাঁস করেন সেই শিক্ষার্থী। তিনি তার নাম পরিচয় গোপন করে মেসেঞ্জারের স্ক্রিনশট ফাঁস করেন। 

সেই মেসেঞ্জারের স্ক্রিনশটে দেখা যায়, শিক্ষক রশীদুল ইসলাম বলেন, মিষ্টি মেয়ে একটা! মেয়েটি বলেন, থ্যাঙ্ক ইউ স্যার- আপনি খুব ভালো মনের মানুষ। এরপর আবার শিক্ষক বলেন, তোমাকে কী যেন করতে বলেছিলাম।  শিক্ষার্থী উত্তর বলেন, বাসায় যেতে! আর আপনার বাসায় গেলে কেউ যদি দেখে ফেলে, কী না কী হবে স্যার?"

এই বিষয়ে ওই শিক্ষককে একাধিকবার ফোন দিলেও ফোন ধরেন নি তিনি।
 

সায়মা ইসলাম

×