ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টাকা ছাড়াই যেভাবে পড়তে পারবেন বিশ্বের নামিদামি ইউনিভার্সিটিতে!

প্রকাশিত: ১৪:৪৩, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৪৮, ১৮ এপ্রিল ২০২৫

টাকা ছাড়াই যেভাবে পড়তে পারবেন বিশ্বের নামিদামি ইউনিভার্সিটিতে!

ছবি: সংগৃহীত

অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড কিংবা কেমব্রিজ — এ নামগুলো উচ্চশিক্ষার স্বপ্ন দেখানো যেকোনো ছাত্র-ছাত্রীর চোখে এক উজ্জ্বল লক্ষ্য। তবে অনেকেই ভাবেন, এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়া মানেই লাখ লাখ টাকার খরচ। বাস্তব সত্যি কিন্তু অনেকটাই আলাদা। মেধা, পরিশ্রম এবং সঠিক তথ্য জানলেই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে ফ্রি-তে পড়ার সুযোগ এখন আর কোনো কল্পনা নয়, বরং এক বাস্তব সম্ভাবনা।

বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো শুধু লেখাপড়ায় অসাধারণ নয়, মানবিক সহানুভূতিতেও অগ্রগামী। তাই তারা প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীকে সম্পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ দিয়ে থাকে। শুধু টিউশন ফি নয় — থাকা, খাওয়া, বই, এমনকি প্লেনের টিকিট পর্যন্ত বহন করে অনেক স্কলারশিপ।

যেসব স্কলারশিপে বিনা খরচে পড়া যায়:

Harvard University – Harvard Financial Aid Initiative (HFAI): কম আয়ের শিক্ষার্থীদের জন্য শতভাগ ফান্ডেড।

University of Oxford – Rhodes Scholarship: বিশ্বের অন্যতম পুরনো এবং সম্মানজনক স্কলারশিপ, যা পুরো খরচ বহন করে।

MIT – Need-based financial aid: মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফ্রি-তে পড়ার সুযোগ।

Stanford University – Knight-Hennessy Scholars: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ ফান্ডিং সহ স্কলারশিপ।

Yale, Princeton, Columbia সহ অন্যান্য Ivy League বিশ্ববিদ্যালয়ও শতভাগ স্কলারশিপ প্রদান করে উপযুক্ত আবেদনকারীদের।

আবেদন করার নিয়ম:
বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং স্কলারশিপ পাওয়ার জন্য নিচের ধাপগুলো গুরুত্বপূর্ণ:

ভালো একাডেমিক রেজাল্ট: SSC ও HSC (বা সমমান) পরীক্ষায় উচ্চ ফলাফল।
Standardized Tests: IELTS/TOEFL (ইংরেজিতে দক্ষতার জন্য), এবং SAT/ACT (যুক্তরাষ্ট্রে পড়ার জন্য) স্কোর দরকার হয়।
ভালো SOP ও Recommendation Letter: নিজের লক্ষ্য, স্বপ্ন এবং ব্যক্তিত্ব তুলে ধরতে SOP (Statement of Purpose) এবং শিক্ষকদের সুপারিশপত্র গুরুত্বপূর্ণ।
Extra-Curricular Activities: পড়াশোনার বাইরে নেতৃত্ব, সামাজিক কাজ বা যেকোনো গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা।
সঠিক সময়ে আবেদন: প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে পড়ে।

ফারুক

×