ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাবিতে কুরআন প্রতিযোগিতায় ছাত্রশিবিরের অর্ধলক্ষ টাকা পুরষ্কার প্রদান

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:৪৩, ১৬ এপ্রিল ২০২৫

রাবিতে কুরআন প্রতিযোগিতায় ছাত্রশিবিরের অর্ধলক্ষ টাকা পুরষ্কার প্রদান

ছবি সংগৃহীত

‘আয়াত-হাদিস ও দোয়া মুখস্থকরণ প্রতিযোগিতা-২০২৫’ শীর্ষক প্রতিযোগিতায় ২০ শিক্ষার্থীকে প্রায় অর্ধলক্ষ টাকা পুরস্কার প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মাদ্রাসা ও সাধারণ—পৃথক দুইটি সেকশনে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উভয় সেকশনের ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে। পৃথক সেকশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের যথাক্রমে ৯ হাজার, ৭ হাজার এবং ৪ হাজার টাকা নগদ অর্থসহ কুরআন শরীফ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ ছাড়া দুই সেকশনের চতুর্থ থেকে দশম স্থান অধিকারকারীদের ১ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু ও দপ্তর সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন, রাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ নুরুজ্জামান, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ, মাজলিসুল মুফাসসিরীনের যুগ্ম মহাসচিব রুহুল আমিন প্রমুখ।

এ ছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মানাজির আহসান, অর্থ সম্পাদক মুজাহিদ ইসলাম, এইচআরডি সম্পাদক শাহেদ ইমরান, দাওয়াহ সম্পাদক সাইদুল ইসলাম এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ছাত্রশিবিরের সবচেয়ে বেশি শহীদ হয়েছে রাবিতে। ১৯৮২ সালে নবীনবরণে হামলা করে ৪ জনকে হত্যা করেছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো। এর পরে ধাপে ধাপে ২১ জনকে হত্যা করা হয়েছে। ছাত্রশিবিরের এমন অনেক ইতিহাস আছে। আমরা এর প্রতিশোধ নিলে ক্যাম্পাস বন্ধ হয়ে যেত। এর বদলে আমরা ইতিবাচক কাজ করে যাচ্ছি—শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য।”

উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “এ ধরনের আয়োজন থেকে যে সকল শিক্ষার্থী কুরআন ও হাদিসের চর্চা করছে, সেই সংগঠন এই চর্চা থেকে সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আমরা আশা করব, এই ধারা অব্যাহত থাকবে।”

আশিক

×