ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এবার স্মার্টফোনকে বানিয়ে ফেলুন আপনার ব্যক্তিগত শিক্ষক

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ এপ্রিল ২০২৫

এবার স্মার্টফোনকে বানিয়ে ফেলুন আপনার ব্যক্তিগত শিক্ষক

ছবি: সংগৃহীত

স্মার্টফোন এখন আর শুধুই কল, মেসেজ বা বিনোদনের জন্য সীমাবদ্ধ নয়—এটি একটি শক্তিশালী শিক্ষার মাধ্যমও বটে। আপনি যদি একজন শিক্ষার্থী, পেশাজীবী বা কেবল জ্ঞান অর্জনে আগ্রহী কেউ হয়ে থাকেন, তবে আপনার স্মার্টফোন হতে পারে অসংখ্য শিক্ষামূলক সম্ভাবনার দরজা।

এখানে স্মার্টফোনকে একটি কার্যকর শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহারের ৫টি বাস্তব উপায় তুলে ধরা হলো:

১। শিক্ষামূলক অ্যাপ ডাউনলোড করুন

ভাষা শেখা থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন—শিক্ষামূলক অ্যাপগুলো এক একটি জ্ঞানভাণ্ডার। ভাষা শিক্ষার জন্য Duolingo, একাডেমিক কোর্সের জন্য Khan Academy বা পেশাগত সার্টিফিকেশনের জন্য Coursera—এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলো নিজের সময় মতো শেখার সুযোগ দেয়। ব্যস্ত জীবনেও সহজে শেখা যায়।

২। পডকাস্ট ও অডিওবুক শুনুন

চলাফেরার ফাঁকেও শেখার উপায় হতে পারে পডকাস্ট ও অডিওবুক। Spotify, Audible, এবং Google Podcasts-এ ইতিহাস, বিজ্ঞান, ব্যক্তিগত উন্নয়নসহ নানা বিষয়ে কনটেন্ট পাওয়া যায়। যাত্রাপথ বা ব্যায়াম করার সময়েও নতুন কিছু শিখে ফেলা সম্ভব।

৩। শিক্ষামূলক ভিডিও দেখুন

YouTube, TED ও Skillshare-এ হাজার হাজার শিক্ষামূলক ভিডিও রয়েছে। কোড শেখা, রান্নার নতুন কৌশল, বা জটিল গণিত বোঝার মতো যেকোনো বিষয়ের ভিডিও পেয়ে যাবেন। বিশেষ করে চিত্রভিত্তিক শেখায় আগ্রহীদের জন্য এটি দারুণ সহায়ক।

৪। নোট নেওয়া ও প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করুন

Evernote, Notion, Google Keep-এর মতো অ্যাপ দিয়ে আপনি সহজেই নোট নিতে, আইডিয়া সংগঠিত করতে ও পড়াশোনার পরিকল্পনা করতে পারেন। ক্যালেন্ডার অ্যাপের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে আপনার শেখার রুটিন আরও গোছানো হবে। এগুলোর অনেকগুলোই ক্লাউডের মাধ্যমে সিঙ্ক হয়, ফলে যেকোনো ডিভাইস থেকেই আপনি আপনার নোট দেখতে পারবেন।

৫। অনলাইন কমিউনিটি ও কোর্সে যুক্ত হন

স্মার্টফোন খুলে দিন বিশ্বজুড়ে শেখার প্ল্যাটফর্মের দরজা। Reddit, Quora, বা বিভিন্ন পেশাগত ফোরামে যুক্ত হয়ে বিশেষজ্ঞ ও অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করুন। Udemy বা LinkedIn Learning-এর মতো প্ল্যাটফর্ম থেকে অনলাইন কোর্সে ভর্তি হয়ে নতুন দক্ষতা ও সার্টিফিকেশন অর্জন করতে পারেন, যা পেশাগত জীবনে সহায়ক হবে।

সঠিক অ্যাপ ও টুল ব্যবহার করে আপনার স্মার্টফোন হয়ে উঠতে পারে একটি শক্তিশালী শেখার হাতিয়ার। ভাষা শেখা হোক, শখের কোনো বিষয় হোক, বা পেশাগত লক্ষ্য—স্মার্টফোন দিয়ে শেখার সুযোগ সত্যিই সীমাহীন। তাই দেরি না করে আজই শুরু করুন শেখার নতুন যাত্রা!

 

সূত্র: https://kingcommunications.ie/smartphone-learning-tool-tips/

আবীর

×