ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শিক্ষক-শিক্ষার্থীদের নাচ-গানে মুখর ঢাকা কলেজ

ঢাকা কলেজ প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:১৪, ১৪ এপ্রিল ২০২৫

শিক্ষক-শিক্ষার্থীদের নাচ-গানে মুখর ঢাকা কলেজ

ছবি: জনকণ্ঠ

বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল আয়োজনে ঢাকা কলেজে অর্ধদিবসব্যাপী পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। এ উৎসবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এরপর পহেলা বৈশাখের বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সকাল ১০টায় আলোচনা সভা এবং সাড়ে ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষকবৃন্দ আবৃত্তি ও নৃত্য-সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খই ও ছিন্নির আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আজাদ খান এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক অধ্যাপক ড. জুলফিকার হায়দার।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জুলফিকার হায়দার বলেন, “আজকের আয়োজনটি অত্যন্ত চমৎকার ছিল। আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। বৈষম্যহীন নতুন বাংলাদেশে সবাই আনন্দময় পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে এ দিনটি উদযাপন করছে।”

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন, “প্রথমেই স্মরণ করছি জুলাই আন্দোলনের শহীদদের এবং যাঁরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই দিনটি পেয়েছি এবং স্বাধীনভাবে এই আয়োজনে অংশ নিতে পেরেছি। সবচেয়ে আনন্দের বিষয়—সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একসাথে উপভোগ করে আজকের এ আয়োজনকে সফল করেছে।”

তিনি আরও বলেন, “আজ শুধু আনন্দ ও উল্লাসের দিন। জুলাই গণঅভ্যুত্থানের পর এতো বছর পর আমরা এই নববর্ষ এত সুন্দরভাবে পালন করতে পারছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা চাই এরকম পরিবেশে সবাই মিলে আগামীদিনগুলোতে দেশটিকে সুন্দরভাবে পরিচালনা করব।”
 

শহীদ

×