
ছবি: জনকণ্ঠ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শতাধিক শিক্ষার্থী রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এর আগে শিক্ষার্থীরা কুয়েটের প্রবেশদ্বারের সামনে জড়ো হতে থাকে।
এ সময় তারা বন্ধ থাকা আবাসিক হল খুলে দেওয়ার পাশাপাশি ক্লাস ও পরীক্ষা নেওয়ার দাবি জানান। বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে তাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেন।
ক্যাম্পাসে প্রবেশের পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তবে এ বিষয়ে শিক্ষার্থীরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হল ও একাডেমিক কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলেও তাদের আবাসিক হলে থাকার কোনো অনুমতি আপাতত নেই।
বিকেলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ জানানো হলেও শিক্ষার্থীরা সেই দাবি প্রত্যাখ্যান করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কয়েক দফা সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ ফেব্রুয়ারি ৯৯তম সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল, একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এরপর ২৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা হলত্যাগ করেন। সেই থেকে কুয়েটের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছিল। এ সময় শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের জানান, যেহেতু সিন্ডিকেট সভায় আবাসিক হলসহ সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে, তাই পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে আবার একটি সিন্ডিকেট সভার মাধ্যমে হল ও কার্যক্রম খুলে দেওয়া হবে।
এম.কে.