ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চীনা ভাষা শিখলেই মিলবে চাকরি? জবিতে শুরু নতুন উদ্যোগ

জবি সংবাদদাতা 

প্রকাশিত: ২০:২৯, ১৩ এপ্রিল ২০২৫

চীনা ভাষা শিখলেই মিলবে চাকরি? জবিতে শুরু নতুন উদ্যোগ

ছবি: জনকণ্ঠ

এ বছরের জুলাই মাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চীনা ভাষা কোর্স চালু হতে যাচ্ছে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি)-এর উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ড. ইয়ং হুই বলেন, “এ বছরই চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। আমরা চাই, এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় হোক। সেই লক্ষ্যে চীনা ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, “চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষাপটে চীনা ভাষা শিক্ষা আজ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কনফুসিয়াস ইনস্টিটিউটের এ উদ্যোগ প্রশংসনীয়। আমাদের আশা, এই কোর্সের মাধ্যমে বহু শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি) তাঁর বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে আলাদাভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, চীনা ভাষা কোর্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু ও মি. রাও জিহাওসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
 

শহীদ

×