
ছবি সংগৃহীত
চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে বিভ্রাটের কারণে এমসিকিউ অংশে নতুন করে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, সি ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের প্রশ্নপত্রে কিছু ভুল ধরা পড়ে। একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী নিজেই, কোনো আইনজীবী ছাড়াই, হাইকোর্টে একটি রিট করেন।
রিটের শুনানিতে বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বক্তব্য শোনেন আদালত। তাতে উঠে আসে যে প্রশ্নপত্রে সত্যিই কিছু ভুল ছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের অনুমতি চেয়ে জানায়, তারা ৬০ নম্বরের এমসিকিউ অংশ নতুন করে নিতে চায়।
আদালত বিষয়টি বিবেচনা করে নতুন করে পরীক্ষার অনুমতি দেন। একই সঙ্গে রিটকারী শিক্ষার্থীরা আদালতের সামনে তাদের দাবি পূরণ হওয়ায় রিট প্রত্যাহার করে নেন।
আশিক