ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

অবিশ্বাস্য! রাবিতে সনদ পেতে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নয়

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:১৪, ১৩ এপ্রিল ২০২৫

অবিশ্বাস্য! রাবিতে সনদ পেতে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নয়

ছবি: জনকণ্ঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার অস্থায়ী ও মূল সনদ প্রদান প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সফটওয়্যার আধুনিকায়ন করা হয়েছে। 

রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব আধুনিকায়নকৃত এই নতুন ব্যবস্থার উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, “এই ব্যবস্থার মাধ্যমে দ্রুততম সময়ে সনদ প্রদান সম্ভব হবে। এতে আবেদনকারীদের সময় সাশ্রয় হবে এবং সংশ্লিষ্ট বিড়ম্বনাও কমে আসবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরও আধুনিক করে পরীক্ষা সংক্রান্ত পুরো ব্যবস্থাকে সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্দেশ্যে সম্পূর্ণ সফটওয়্যার ব্যবস্থাকে আধুনিকীকরণ করা হয়েছে। এখন থেকে অনলাইনে আবেদন, ফি প্রদানের জটিলতা নিরসনের পাশাপাশি সনদ প্রদানের তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে। কোনো আবেদনে ত্রুটি-বিচ্যুতি থাকলে তা এসএমএসে জানিয়ে দেওয়া হবে। সঠিকভাবে আবেদন দাখিলের ৫ কার্যদিবসের মধ্যে মূল সনদ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার-সহ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহীদ

×