ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৭৬ জন

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৫৭, ১২ এপ্রিল ২০২৫

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৭৬ জন

ছবি: সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে । আজ শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৪ বিভাগীয় শহরে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য লড়ছেন ৭৬ জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শিফটে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই এক ঘণ্টার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। এই ইউনিটে বরাদ্দ আছে ৫৫৯টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। বাণিজ্য শাখায় ৩৬৭টি, বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় রয়েছে মাত্র ২৬টি আসন।

এ দিকে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ফটকের সামনে বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। 

ভর্তি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ভর্তি পরীক্ষার সকল অনিয়ম ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, 'আমরা ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং যেকোনো অনিয়ম ঠেকাতে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা বাহিনীর কয়েকটি টিম ট্রাফিক, ইনটেলিজেন্স, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করছি, ভর্তি পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন হবে।'

সায়মা ইসলাম

×