ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বরে পরীক্ষা হচ্ছে

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ১০ এপ্রিল ২০২৫

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে

টানা পাঁচ বছর পর এবারই পূর্ণাঙ্গ রূপে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয় এই পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। এই পরীক্ষার এমসিকিউ সহজ হলেও লিখিত পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে প্রথম দিনের পরীক্ষা শেষে রাজধানীর ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের সামনে এ কথা জানায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 
সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা হলেও এবার যানজটের কবলে পড়তে হয়নি পরীক্ষার্থীদের। রাজধানীর প্রধান প্রধান সড়কের কোথাও দেখা মেলেনি যানজট। ফলে নির্বিঘেœ নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে পরীক্ষার্থীরা। 
করোনার কারণে ২০২১ সালে পাবলিক পরীক্ষা বন্ধ রাখা হয়। সে সময় পিএসসির ফলের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হয়। পরীবর্তীতে সীমিত আকারে পরীক্ষা হলেও এবার পূর্ণাঙ্গ সিলেবাসে ও পূর্ণ নম্বরে পরীক্ষা হচ্ছে যাচ্ছে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, স্কলারস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল। সরেজমিনে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষা শেষে অভিভাবকরা কেন্দ্রের গেটের সামনে ভিড় করেছেন। পরীক্ষার্থীরা বের হয়ে তাদের অভিভাবকদের খুঁজে নিচ্ছেন। ভালো পরীক্ষা দেওয়ার তৃপ্তির হাঁসি ফুটে উঠছে তাদের মুখে। কেউ কেউ সহপাঠীর সঙ্গে প্রশ্নের উত্তর মিলিয়ে নিচ্ছে।
পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে জানতে চাইলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ মাহিম বলে, এমসিকিউ খুবই ভালো হয়েছে। সহজ ছিল। কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন কঠিন ছিল। তবে তারপরও পরীক্ষা ভালো হয়েছে। স্কলারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উনাইমা এনহান জানায়, গদ্য অংশ থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হওয়ায় একটু কঠিন হয়েছে। প্রশ্নগুলোও একটু কঠিন করে করেছে। তবে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সহজ ছিল।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান সাকিব বলে, সাধারণত আমরা গল্প, কবিতা, নাটক এগুলো পড়ে থাকি। এগুলো সহজ। কিন্তু প্রশ্ন করা হয়েছে প্রবন্ধ থেকে। এটাকে কঠিন বলব না। তবে আমরা প্রবন্ধে খুব একটা মনোযোগ দেই না দেখে কঠিন মনে হয়েছে।
এদিকে গণিত পরীক্ষার পরে ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃষি পরীক্ষার জন্য কোনো বন্ধ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, কোনো ধরনের বন্ধ ছাড়া টানা চারটি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য চাপ হবে। বিশেষ করে ধর্ম পরীক্ষার আগে একদিন অন্তত বন্ধ প্রয়োজন ছিল।
বেসরকারি চাকরিজীবী জুলফিকার আলীর ছেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই অভিভাবক বলেন, টানা চারটি পরীক্ষা শিক্ষার্থীদের ওপর ব্যাপক চাপ পড়বে। একদিন করে বন্ধ থাকলে তারা রিভিশন দিতে পারতো। এখন টানা পড়ে যেতে হবে।
নাইলা জামান নিশি নামের আরেক অভিভাবক বলেন, ইসলাম ধর্ম পরীক্ষায় বড় বড় অনেকগুলো অধ্যায় আছে। শিক্ষার্থীদের জন্য গণিত এখন যতটা না কঠিন, তার চেয়ে কঠিন এই পরীক্ষা। তাই এই পরীক্ষার আগে অন্তত একদিন বন্ধ দরকার ছিল।
সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে বিগত বছরগুলোতে রাজধানীর সড়কে তীব্র যানজটের দেখা মিললেও এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর প্রধান প্রধান সড়কের কোথাও দেখা মেলেনি যানজট। ফলে নির্বিঘেœ নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর শ্যামলী, আগারগাঁও, বিজয়সরণি, জাহাঙ্গীরগেট, মহাখালী, গুলশান ও বাড্ডা এলাকা ঘুরে যানজটবিহীন ফাঁকা সড়কের চিত্র দেখা গেছে। বেশির ভাগ সড়কে ছিল না গাড়ির চাপ। 
এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে বিগত বছরগুলোর মতো পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সঙ্গে আসা পরিবারে সদস্যদের ও অপেক্ষারত নিজস্ব পরিবহনের উপস্থিতির দেখা মেলেনি। ফলে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে ও আশপাশের সড়কেও ছিল না যানজট।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথমদিন বৃহস্পতিবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। 
এসএসসি ও সমমানের পরীক্ষার ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 
শিক্ষা উপদেষ্টা বলেন, রেওয়াজ অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এ সময় তিনি প্রশ্নফাঁসের বিষয়ে সাফ জানিয়ে দেন—এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তার ভাষায়, যেসব উৎস থেকে অতীতে প্রশ্নফাঁস হতো, সেগুলো চিহ্নিত করে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এবারের পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 
পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত রাখতে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুজব বা কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা নির্ভয়ে, নিরাপদ পরিবেশে পরীক্ষা দিক। তাই যে কোনো ধরনের গুজব কিংবা অসত্য তথ্য থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাই। পরীক্ষা ও ফলাফলের বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এসএসসি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। তাই আমরা চাই ফল প্রকাশেও স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় থাকুক।

×