
ছবি: সংগৃহীত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি-২৫ প্রোগামের পরীক্ষা দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে শুক্রবার (১১ এপ্রিল) থেকে। সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোমোট ১৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ মে (শুক্রবার) এ পরীক্ষা শেষ হবে।
আজ বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন পুরুষ এবং ১১ হাজার ৯০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। বাউবি’র ওয়েবসাইট 'https://www.bou.ac.bd/' থেকে বিস্তারিত জানা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
মোস্তাফিজুর রহমান টিটু/রাকিব