
ছবিঃ সংগৃহীত
এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, এসএসসি ২০২৫ শুরু হতে যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায় আপনারা পার করতে যাচ্ছেন। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, এই পরীক্ষায় সকলের সফলতা ও আগামী জীবনের সফলতা কামনা করছি৷
এই উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারুণ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যেতে হচ্ছে। দেশের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে গ্রামগঞ্জে, হাটেবাজারে সব জায়গায় তারুণ্য কে এখন নেতৃত্ব নিতে হচ্ছে।
সেই জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের জন্য আপনাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই জায়গস থেকে আসন্ন এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফলতার সাথে এই ধাপ উত্তীর্ণ হবেন এই প্রত্যাশা ও শুভ কামনা রাখছি।
রিফাত