ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৫, অংশ নিবে জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী

প্রকাশিত: ০৯:৫৫, ৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৫৫, ৯ এপ্রিল ২০২৫

শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৫, অংশ নিবে জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী

শুরু হচ্ছে শিক্ষাজীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। এবার ফেব্রুয়ারি মাসের পরিবর্তে এপ্রিল মাসে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের এসএসসি পরীক্ষা অন্তর্বর্তী সরকারের সময়কালে প্রথম পাবলিক পরীক্ষা।

পরীক্ষায় অংশগ্রহণ করবে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে উত্তরপত্রসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর এবং নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

আন্তশিক্ষা বোর্ড জানাচ্ছে যে নানা চ্যালেঞ্জ থাকলেও পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই, জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোন মহলের গুজব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। তাই, পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা দেয়া হবে। আহতদের মাত্রা অনুযায়ী, তাদের জন্য পরীক্ষা চলাকালীন যেসব ব্যবস্থা প্রয়োজন, সেসব ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রথম এই পাবলিক পরীক্ষায় গুজব প্রতিরোধসহ সব ধরনের অপতৎপরতা রোধে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা।

এছাড়া, এবার পরীক্ষা হবে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ের মধ্যে। পরীক্ষাকে কেন্দ্র করে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

 

সূত্র:https://tinyurl.com/zjdjw778

আফরোজা

×