ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১৮:৪৮, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে  বিক্ষোভ সমাবেশ

ছবি: জনকণ্ঠ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নতুন প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আশরাফুল আলম। এ সময় আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বখতিয়ার উদ্দিন, সহকারী রেজিস্ট্রার মাহবুবুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি মানবতাবিরোধী অপরাধ। তাঁরা বিশ্ববাসীকে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এই নিপীড়নের দ্রুত অবসান কামনা করেন।

অন্যদিকে, একই দিন বাদ জোহর ত্রিশাল গো-হাটা জামে মসজিদ থেকে ত্রিশালের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর বারোটার দিকে ত্রিশালের সর্বস্তরের ছাত্র, তাওহিদী জনতা এবং 'ত্রিশাল হেল্প লাইন'-এর উদ্যোগে পৃথক আরও দুটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সব মিলিয়ে গাজায় চলমান হামলার প্রতিবাদে ত্রিশালজুড়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আবু রাইহান/এম.কে.

×