
ছবি: জনকণ্ঠ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের জন্য প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদেরও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন।
এসময় তিনি বলেন,“বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের জন্য কোনো স্বাস্থ্য বীমা ছিল না। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। ভবিষ্যতে শিক্ষার্থীদেরও এই বীমা সুবিধার আওতায় আনার চেষ্টা করা হবে।”
এ সময় তিনি আরও বলেন, "শিক্ষক সমিতি শুধুমাত্র শিক্ষকদের জন্য নয়—এটি বিশ্ববিদ্যালয় পরিবারের সবার। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।"
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। ইতোমধ্যে যেসব বিভাগে সেশনজট রয়েছে, তা নিরসনে আমরা উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী রাজনৈতিক সুবিধাভোগী হয়ে অপকর্মে জড়িত ছিলেন, তাদের দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন।
শহীদ