ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইংরেজি বর্ণমালায় থাকবে না ‘কিউ’! যা জানা গেল

প্রকাশিত: ২১:০৪, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩৭, ২ এপ্রিল ২০২৫

ইংরেজি বর্ণমালায় থাকবে না ‘কিউ’! যা জানা গেল

ছবি: সংগৃহীত।

কেমব্রিজ ডিকশনারির এক ‘বিশেষ ঘোষণা’ নিয়ে নেটিজেনদের মধ্যে হইচই পড়েছিল। নানা রকম মন্তব্য, আলোচনা, সমালোচনাও হয়েছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) কেমব্রিজ ডিকশনারির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আপনাদের জানাচ্ছি। কেমব্রিজ ডিকশনারি থেকে ইংরেজি বর্ণমালার কিউ (Q বা q) অক্ষরটি সরিয়ে ফেলা হবে!’ এর বদলে কোন শব্দ ব্যবহার করা হবে, তাও বলা হয় পোস্টে।

আসলে গতকাল মঙ্গলবার ছিল ১ এপ্রিল। এই দিনে মজার ছলে নেটিজেনদের ‘এপ্রিল ফুল’ বানাতে কেমব্রিজ ডিকশনারি ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্ট দেওয়া হয়।

কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষের ভেরিফায়েড ফেসবুক পেজের ‌এই বিশেষ ঘোষণায় হইচই পড়ে যায় নেটিজেনদের মধ্যে। অনেকে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। তবে কিছুক্ষণ পরই আসল রহস্য বা তথ্য বেরিয়ে আসে। আসলে মজার ছলে নেটিজেনদের ‘এপ্রিল ফুল’ বানাতে এ পথ বেছে নিয়েছিল কেমব্রিজ ডিকশনারি ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন। আসলে ‘কিউ’ শব্দটি থাকছে আগের মতোই। অনুসারীদের বোকা বানাতে এমন পোস্ট দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

সায়মা ইসলাম

×