ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সোনারগাঁয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৩৫, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৩৬, ২৯ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা ও নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সোনারগাঁ এর নবীন বরণ ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯শে মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক পুলিশ সুপার আক্তার হোসেন, আবদুল আযিয, ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুলহাস উদ্দিন, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন জুয়েল, ডেমরা সরকারি কলেজের প্রিন্সিপাল ডঃ নূরে আলম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক ও ভিসতা ইলেকট্রনিকস এর চেয়ারম্যান  শামসুল আলম পনির,  শিক্ষা ক্যাডারে সালমান সিফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জিআর ইন্সটিটিউশনের সভাপতি তুহিন মাহমুদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ক্ষেত্রে  সোনারগাঁয়ের সন্তানদের আরো এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি সাখাওয়াত হোসেন।
ইফতার মাহফিল শেষে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস'এসোসিয়েশন অব সোনারগাঁ এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ফাহিম ফয়সাল আনন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাপানিজ স্টাডিজ বিভাগের আজহারুল ইসলাম।

 

ইসরাফিল /রাজু

×