ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মানসম্পন্ন উচ্চ শিক্ষায় অঙ্গীকারবদ্ধ ‘আইএসইউ’

স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ মার্চ ২০২৫

মানসম্পন্ন উচ্চ শিক্ষায় অঙ্গীকারবদ্ধ ‘আইএসইউ’

ছবি: জনকণ্ঠ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ’ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে, সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন-২০১০’-অনুযায়ী ২০১৮ সালে ৩ জুন প্রতিষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৬টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম)। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সাইন্সেস এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ ও ব্যাচেলর অব ল' (এলএলবি অনার্স)। একই অনুষদের অধীনে কোর্স অন প্রি-ইউনিভার্সিটি ইংলিশ পরিচালিত হয়।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এর উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘প্রতিষ্ঠানটিকে স্বল্পতম সময়ের মধ্যে দেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে।

এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়ন কাজে পরিপূর্ণ সহায়তা করছেন উদ্যোক্তারা। মেধা, যোগ্যতা ও অধিকারের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের জন্য ১৪টি বিভিন্ন ধরনের স্কলারশীপ ও টিউশন ফি ওয়েভারের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষা সহায়ক নিয়ম শৃঙ্খলায় কঠোর নজরদারি রয়েছে।’

আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান, ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’ এর এই দুই কর্ণধার, কম খরচে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রতিষ্ঠাতাগণ বলছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পুরোপুরি অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ব্যাপারে তাঁরা অংঙ্গীকারবদ্ধ।

আইএসইউ ইউজিসির নির্দেশিকা অনুসারে আন্তর্জাতিক মানের ওবিই পাঠ্যক্রম; ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল সুবিধা,দেশ-বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত উচ্চ যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী; ইংরেজি ভাষার দক্ষতার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব, হাতেকলমে শিক্ষাদানের জন্য আধুনিক দুটি ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব, কম্পিউটার ল্যাব, টেক্সটাইল ল্যাব সহ বিশেষ ব্যবস্থা; মানসম্মত শিক্ষাদানে অঙ্গীকারাবদ্ধ থাকা; ক্লাসরুম-কেন্দ্রিক এবং শিক্ষার্থী-বান্ধব পরিবেশ আইএসইউতে বিদ্যমান।

আকর্ষণীয় স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার (পূর্ণ অনুদান (১০০% থেকে শুরু করে আংশিক মওকুফ);যোগ্যদের স্ট্যান্ডার্ড গ্রুপের ৩০টির অধিক সহযোগী প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ সুবিধাসহ কিছু আলাদা বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যেই শিক্ষার্থীদের আগ্রহ বাড়াচ্ছে আইএসইউ। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের জন্য নানারকম পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম হাতে নেওয়া হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি গবেষণাকে গুরুত্ব দিয়ে আইএসইউ সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশন নামে একটি গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আকর্ষণীয় স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার প্রদান করা হয়। এরমধ্যে পূর্ণ অনুদান (১০০%) থেকে শুরু করে আংশিক মওকুফসহ শিক্ষার্থীদের মোট ১৪টি ক্যাটেগরিতে স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার প্রদান করা হয়। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। রয়েছে হাতেকলমে শিক্ষাদানের জন্য আধুনিক দুটি ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব। এছাড়াও কম্পিউটার ল্যাব, টেক্সটাইল ল্যাব ও ল্যাংগুয়েজ ল্যাবও রয়েছে।

শুধু তাই নয়, শিক্ষার যথাযথ মান নিশ্চিতের লক্ষ্যে আইএসইউ ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইকিউএসি (ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল) গঠন করে যা বৈশ্বিক মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরির জন্য যথাযথ উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ এক্্েরডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে  এক্রিডিটেশন অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়য়ের ক্রমাগত উন্নতির জন্য কাজ করে চলেছে আইকিউএসি ।

কাজল/শহীদ

সম্পর্কিত বিষয়:

×