ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

জবিতে কর্মরত ৩৫০ কর্মচারীদের ঈদ উপহার দিলো শাখা ছাত্রশিবির

জবি সংবাদদাতা

প্রকাশিত: ০০:৫৭, ২৭ মার্চ ২০২৫

জবিতে কর্মরত ৩৫০ কর্মচারীদের ঈদ উপহার দিলো শাখা ছাত্রশিবির

মহান স্বাধীনতা দিবস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৫০ কর্মচারীকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে কর্মচারীদের এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ইসলামী ছাত্রশিবিরের মানবিক ও কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই আমরা বছরজুড়ে নানা উপলক্ষে এমন উপহার সামগ্রী প্রদান করে থাকি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ভাই ও বোনেরা শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকেন। আমরা তাই আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।" তিনি আরও বলেন, "স্বাধীনতার সুফল ভোগ করতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আয় বৈষম্য রোধে যাকাতভিত্তিক অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করতে হবে।"

শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের যারা চতুর্থ শ্রেণির কর্মচারী এবং দৈনিক ভিত্তিতে কাজ করেন, তারা খুবই কম টাকা বেতন পান। এর ফলে সংসার চালিয়ে ঢাকায় থাকা তাদের জন্য অনেক কষ্টসাধ্য। ঈদ আসলে সবার মনে একটি আনন্দের অনুভূতি নিয়ে আসে। আমরা চাই ঈদের সেই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। তাই বরাবরের মতো এবারও আমরা কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।"

উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, "ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন, তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। ক্যাম্পাসে কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ঈদে উপহার সামগ্রী ও কুরবানির গোশত বিতরণ এর আগেও আমরা করেছি। কিন্তু এবছর ছাত্রলীগ না থাকায় প্রকাশ্যে করার সুযোগ হয়েছে।"

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ড. আব্দুল মান্নান, জবি শিবিরের সাবেক সেক্রেটারি সুলতান আহমেদ, অফিস সম্পাদক রবিউল ইসলামসহ বর্তমান শাখা সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ।

নুসরাত

×