
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের প্রতীকী মোটিফ রাখা হচ্ছে না। পরিবারের আপত্তির কারণে আয়োজকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম চঞ্চল।
আজ বুধবার তিনি জানান, শুরুতে শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের বীরত্বকে সম্মান জানাতে একটি প্রতীকী মোটিফ রাখার পরিকল্পনা ছিল। তবে আবু সাঈদের পরিবার এ বিষয়ে আপত্তি জানালে আয়োজক কমিটি তা বাতিলের সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল আবু সাঈদের বীরত্বকে সম্মান জানানো। কিন্তু পরিবার এটি রাখতে চায় না, তাই আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের মতামতকে সম্মান জানাচ্ছি।”
অধ্যাপক আজাহারুল ইসলাম আরও বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রায় কী কী থাকছে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা হয়েছে, তবে ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে গত সোমবার তিনি জানিয়েছিলেন, এবার শোভাযাত্রায় চারটি বড় ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ২০ ফুট দীর্ঘ শহীদ আবু সাঈদের ভাস্কর্য থাকার কথা ছিল।
আশিক