ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

স্বাধীনতা দিবসে বাকৃবি ছাত্রদলের দুই গ্রুপের আলাদা শ্রদ্ধা নিবেদন

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:২৪, ২৬ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবসে বাকৃবি ছাত্রদলের দুই গ্রুপের আলাদা শ্রদ্ধা নিবেদন

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

তবে ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপ আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করে।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার এবং ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে অনুষ্ঠানের শুরুর দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহীন, পলাশ, ফুয়াদ, সজীব, মাঈন, সাজিদসহ আরও অনেকে।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, “২৪-এর জুলাই বিপ্লবের একজন সম্মুখ সৈনিক হিসেবে আমি এবারের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও মহাত্ম হৃদয় দিয়ে গভীরভাবে উপলব্ধি করছি। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু জুলাই বিপ্লবে মাঠে ছিলাম, তারা এখন ’৭১-এর ৯ মাসের বিভীষিকাময় দিনগুলো হৃদয় দিয়ে অনুভব করছি। ১৯৭১ এবং ২০২৪-এর জুলাই বিপ্লবে সকল শহীদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ’৭১ এবং ’২৪-এর চেতনাকে বুকে ধারণ করে আমরা ছাত্রদল বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”

এদিকে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শহীদ বেদিতে ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “আজকের এই মহান দিনে আমরা গর্বিত চিত্তে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি। ১৯৭১ সালের ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতার সূচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। স্বাধীনতা আমাদের আত্মপরিচয়ের প্রতীক, আমাদের গৌরব।

কিন্তু এই অর্জন শুধু উদযাপনের জন্য নয়, এটি রক্ষা করাও আমাদের দায়িত্ব। স্বাধীনতার সুফল পেতে হলে আমাদের সবাইকে সততা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, শহীদদের এবং সেই সব অকুতোভয় মানুষকে, যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।

এম.কে.

×