ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৬, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ২১:০৮, ২৪ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (২৪ মার্চ) প্রকাশ করা হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশের কথা জানানো হয়।

এ বছর ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাসের হার মাত্র ৫.৯৩%। অর্থাৎ, ৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখায় ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১২২ জন পাস করেছে।

এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৮৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১হাজার ৮২০, মানবিক শাখার জন্য ৫১ এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।

রাকিব

×