ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ইবি উপাচার্যের নামে ‘ভুয়া’ হোয়াটসঅ্যাপ আইডি, অর্থ চাওয়ার অভিযোগ

ইবি সংবাদদাতা ||

প্রকাশিত: ২২:৪৭, ২০ মার্চ ২০২৫

ইবি উপাচার্যের নামে ‘ভুয়া’ হোয়াটসঅ্যাপ আইডি, অর্থ চাওয়ার অভিযোগ

ইবি উপাচার্যের পরিচয়ে প্রতারণা, হোয়াটসঅ্যাপে অর্থ দাবি/ ছবি: জনকণ্ঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নাম ব্যবহার করে একটি হোয়াইটঅ্যাপ আইডি থেকে অর্থ চাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ঐ বিজ্ঞপ্তিতে দুইটি স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, একটি নম্বর থেকে (01303-501885) হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। 

রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্যারের একটা ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। উক্ত ফেইক আইডি ব্যবহার করে ভূয়া ও বিভ্রান্তিমূলক ম্যাসেজ দেওয়া হচ্ছে। মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে, এটি একটা ফেইক আইডি। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

স্ক্রিনশটে উল্লেখিত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন।
 

/মো. মহিউদ্দিন

×