
উপমহাদেশের প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ ও সাংবাদিক জনাব আবুল মনসুর আহমদের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি এক বিশেষ স্মরণসভা, দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করে। মঙ্গলবার (১৮ মার্চ) জাবির সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তনের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাহিম আহম্মেদ মন্ডল, এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের নির্বাচিত ভিপি, ৪৮তম আবর্তনের শিক্ষার্থী রাসেল আকন্দ।
দোয়া মাহফিলে কুরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী ও পাবলিক হেলথ ছাত্রসংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম মোর্শেদ। এ সময় সংগঠনের সদস্য ফারিহা জান্নাতির সদ্য প্রয়াত মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে ফাহিম আহম্মেদ মন্ডল বলেন, “আবুল মনসুর আহমদ ছিলেন উপমহাদেশের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ, যিনি মুসলিম বাংলার কুসংস্কার ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে কলম ধরেছিলেন। তাঁর সাহিত্য, রাজনীতি ও রাষ্ট্রচিন্তা আজও সমভাবে প্রাসঙ্গিক। ময়মনসিংহের এই কৃতী সন্তানের জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার বর্তমান ও প্রাক্তন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নুসরাত