
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (গ’ ইউনিট) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় ফল প্রকাশ দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
বুধবার (১৯ মার্চ) বিকেলে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে রিটকারী এক পরীক্ষার্থী জানান, ভর্তি পরীক্ষার ৬০টি এমসিকিউ প্রশ্নের মধ্যে বিভিন্ন সেটে ১৯টি প্রশ্ন ভুল ছিল। এতে সঠিক মূল্যায়ন নিয়ে সন্দেহ তৈরি হয়। ঢাবির ভর্তি পরীক্ষায় দশমিক শূন্য এক নম্বরের জন্যও মেধাতালিকায় বড় পার্থক্য দেখা দেয়, ফলে ভুল প্রশ্নের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে তিনি আদালতের কাছে যুক্তি তুলে ধরেন।
শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের দুইজন অধ্যাপক প্রশ্নপত্রের ভুল থাকার বিষয়টি স্বীকার করেন। তারা ভুলের কারণে উত্তরপত্র মূল্যায়নের তিনটি সম্ভাব্য পদ্ধতি তুলে ধরেন, যা পরীক্ষার্থীদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে পারে বলে দাবি করা হয়।
তবে আদালত এতে সন্তুষ্ট না হওয়ায় ফল প্রকাশ স্থগিতের আদেশ দেন।
আশিক