ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে ৫শ শিক্ষার্থীদের নিয়ে ইফতার

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ২০:০৬, ১৭ মার্চ ২০২৫

বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে ৫শ শিক্ষার্থীদের নিয়ে ইফতার

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ফজলুল হক হলে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফজলুল হক হলের প্রায় সাড়ে তিনশ ও পার্শ্ববর্তী অন্যান্য হলের প্রায় দেড়শ শিক্ষার্থী  যোগদান করে।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ শফিকুল ইসলাম শফিক এবং সঞ্চালনা করেন শাখা ছাত্রদলটির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন হৃদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-কৃষি গবেষণা সম্পাদক জসিম উদ্দিন জনি।

এসময় শফিকুল ইসলাম শফিক বলেন ,"আজকের এই ইফতার মাহফিলে ফজলুল হক হল সহ অন্যান্য হলের পাঁচশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দের। 

এসময় তিনি আরো বলেন, "দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা অবস্থা উন্নয়নের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন নির্বাচন হচ্ছে গনতন্ত্রের নিউক্লিয়াস এবং গনতন্ত্র হচ্ছে মানবাধিকার রক্ষার মূল মন্ত্র। বিএনপি ৭৫ পরবর্তী সময় থেকে এই চর্চা করে আসছে।"

এ সময় শফিক আরো জানান," বাকৃবি ছাত্রদল সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অনুষদে আমাদের বোনদের জন্য আলাদা নামাজের ব্যাবস্থা করতে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে।"

শহীদ

×