ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

প্রকাশিত: ১৪:৩৬, ১৬ মার্চ ২০২৫

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

ঢাকা শহরের সরকারি সাতটি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের নাম হবে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'।

আজ রবিবার, রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ৩২ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে শিক্ষার মানোন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নের লক্ষ্য নিয়ে, রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

এই সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, এবং সরকারি তিতুমীর কলেজ।

পরবর্তীতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা অনিয়ম এবং অদূরদর্শিতার অভিযোগের ভিত্তিতে, গত বছর অক্টোবর থেকে কলেজ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয় এবং গত ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি তিন মাসেরও বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছে।

সর্বশেষ, ১৮ ফেব্রুয়ারি ইউজিসি সংশ্লিষ্ট সব পক্ষের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে।

শিহাব

×