ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শিশুকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার সহজ উপায়

প্রকাশিত: ১৪:২৪, ১৩ মার্চ ২০২৫

শিশুকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার সহজ উপায়

ছবি: সংগৃহীত

বিজ্ঞান মানেই রহস্য, অনুসন্ধান, আর নতুন কিছু শেখার আনন্দ। কিন্তু অনেক শিশুই বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কারণ তারা একে কঠিন বা বোরিং বলে মনে করে। অথচ সঠিক পদ্ধতিতে তাদের উৎসাহিত করা গেলে বিজ্ঞান হয়ে উঠতে পারে তাদের কৌতূহলের জগৎ। তাই কীভাবে শিশুকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা যায়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

প্রাকৃতিক কৌতূহলকে উৎসাহ দিন

প্রত্যেক শিশুই জন্মগতভাবে কৌতূহলী। তারা আকাশের তারা দেখে, পিঁপড়ের লাইন অনুসরণ করে, বৃষ্টির পানি হাতে নিয়ে খেলে। এই স্বাভাবিক কৌতূহল থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা সম্ভব। শিশু যখন কোনো প্রশ্ন করে, তখন তাদের উত্তর খুঁজতে সাহায্য করুন। সরাসরি উত্তর না দিয়ে বলুন, "চলো, আমরা একসঙ্গে খুঁজে বের করি!" এতে তাদের চিন্তার ক্ষমতা বৃদ্ধি পাবে।

গৃহস্থালির কাজেই বিজ্ঞানের শিক্ষা

বিজ্ঞান সবকিছুতেই রয়েছে, শুধু সেটাকে উপস্থাপন করার সঠিক উপায় জানা দরকার। রান্নাঘর হতে পারে শিশুর প্রথম ল্যাবরেটরি। পানির সাথে লবণ মিশলে কী হয়, দুধ থেকে দই কীভাবে তৈরি হয়, এগুলোর পেছনের কারণ বোঝালে শিশুরা সহজেই বিজ্ঞান বুঝতে পারবে।

মজার সব বৈজ্ঞানিক পরীক্ষা করান

বিজ্ঞান শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো হাতে-কলমে পরীক্ষা করা। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বাড়িতে বিজ্ঞান পরীক্ষাগুলো করা যায়। যেমন—একটি বোতলের মুখে বেলুন লাগিয়ে বোতলের ভেতর গরম পানি দিলে বেলুন কীভাবে ফুলে যায়, সেটা দেখানো যেতে পারে। এতে শিশুরা মজা পাবে এবং একইসঙ্গে বিজ্ঞানের মজাও উপলব্ধি করবে।

বিজ্ঞানভিত্তিক গল্পের বই ও কার্টুন দেখান

শিশুরা গল্প শুনতে ভালোবাসে, আর গল্পের মাধ্যমেই বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ তৈরি করা সম্ভব। বিজ্ঞানভিত্তিক শিশুতোষ বই, কমিক্স বা কার্টুন তাদের মনে বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করতে সাহায্য করবে। যেমন—আইনস্টাইন, নিউটন বা ম্যারি কুরির জীবনকাহিনি গল্পের মতো শোনালেও শিশুদের মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে।

সাইন্স মিউজিয়াম ও বিজ্ঞান মেলার সঙ্গে পরিচয় করান

বিজ্ঞান কেবল বইয়ের বিষয় নয়, এটি অভিজ্ঞতার মাধ্যমে শেখার বিষয়। শিশুকে নিয়মিত বিজ্ঞান জাদুঘর, প্ল্যানেটারিয়াম, বিজ্ঞান মেলা বা টেলিস্কোপ শোতে নিয়ে গেলে তাদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে।

স্টেম (STEM) খেলনা ও অ্যাপ ব্যবহারের সুযোগ দিন

বর্তমানে অনেক ধরনের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথম্যাটিকস (STEM) ভিত্তিক খেলনা ও মোবাইল অ্যাপ রয়েছে, যা শিশুদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে পারে। যেমন—লেগো, রোবটিক্স কিট, মাইক্রোস্কোপ সেট বা বিজ্ঞান শেখার মজার মুঠোফোন অ্যাপ।

প্রশংসা ও স্বীকৃতি দিন

শিশুরা যখন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বা নতুন কিছু শেখে, তখন তাদের প্রশংসা করা উচিত। এতে তারা আরও শেখার আগ্রহ পাবে এবং বিজ্ঞানের প্রতি ভালোবাসা বাড়বে।

 

বিজ্ঞান মানেই মুখস্থ করা কোনো কঠিন বিষয় নয়, বরং এটি আবিষ্কার ও কল্পনার জগৎ। শিশুর মধ্যে যদি বিজ্ঞান নিয়ে মুগ্ধতা সৃষ্টি করা যায়, তাহলে তারা একে ভালোবাসতে শিখবে। অভিভাবক ও শিক্ষকদের উচিত বিজ্ঞানের পাঠকে আনন্দময় ও হাতেকলমে শেখানোর ব্যবস্থা করা। একদিন এদের মধ্য থেকেই উঠে আসবে ভবিষ্যতের বিজ্ঞানী, যারা নতুন নতুন আবিষ্কার দিয়ে বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে

কানন

×