ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

জাবিতে ধর্ষকের বিচারের দাবিতে মশাল মিছিল

প্রকাশিত: ০৩:২৬, ১০ মার্চ ২০২৫

জাবিতে ধর্ষকের বিচারের দাবিতে মশাল মিছিল

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন। রবিবার (০৯ মার্চ) রাতে ক্যাম্পাসের বটতলা থেকে শুরু হওয়া মিছিল শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান ইমাম বলেন, "আমরা নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"

শিক্ষার্থী ফাইজা মেহজাবীন বলেন, "বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যাবে না। নারীদের ওপর সহিংসতা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

এদিকে সমাবেশ শেষে শিক্ষার্থীরা ৩০ মিনিটের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনকারীরা বলেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আশিক

×