
নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ
নারীদের নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) দুপুর ১২ টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে সমাবেশে মিলিত হয়। সেখানে প্রায় আধঘণ্টা সমাবেশ করে কড়া স্লোগান দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। তাছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করে স্বরাষ্ট্র সচিবের পদত্যাগ দাবি করা হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আসিয়া, আসিয়া আসিয়া’, ’তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাদিয়া মাহমুদ মীম বলেন, ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে পরবর্তীতে আর কেউ সাহস না করে। বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পার পেয়ে যায়। ফলে বারবার এমন ঘটনা ঘটে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এসকল ঘটনায় আমাদের সকলের জায়গা থেকে জোড়ালো প্রতিবাদ করতে হবে।
সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, সরকারের প্রতি উদাত্ত আহ্বান, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কুইক রেসপন্স করতে হবে। যাতে ধর্ষকরা কেনোভাবেই পার না পায়। আমার বোনদের, আমার জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের সম্মান দেখাতে হবে। সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। আমরা ধর্ষকদের সাথে কোনো আপোষ করতে চাই না। পুরুষদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো নারীর অবদান থাকে। সেই জায়গা থেকে আমার মা-বোনের দিকে কেউ নিপীড়নের দৃষ্টিতে চোখ তুলে তাকালে তাদের চোখ দুটো উপড়ে ফেলবে ছাত্রসমাজ। আমাদের যে সংগ্রাম জুলাইয়ে শুরু হয়েছিল তা শেষ হয়ে যায়নি। এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী করে স্বরাষ্ট্র সচিবের পদত্যাগ দাবি করেন।
সায়মা ইসলাম