ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

চাহিদা বেশি দেখানোয় জটিলতা: ওয়াহিদউদ্দিন 

প্রকাশিত: ১৫:৩২, ৫ মার্চ ২০২৫

চাহিদা বেশি দেখানোয় জটিলতা: ওয়াহিদউদ্দিন 

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন জানিয়েছেন, পুস্তক মুদ্রণ ও বিতরণে কিছু সমস্যা থাকলেও অধিকাংশ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে গেছে। 

তিনি জানান, বর্তমানে প্রতিদিন ৬০-৭০ লক্ষ পৃষ্ঠা ছাপানো হচ্ছে। তবে এতদিন ধরে নিয়ম মেনে সবকিছু করায় কিছুটা সময় লেগেছে এবং বিতরণে কিছু সমস্যা দেখা দিয়েছে। 

উপদেষ্টা জানান, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রসংখ্যার চেয়ে বেশি বইয়ের চাহিদা দেখিয়েছে। অন্যান্য বছরও এমনটা হয়েছে, তবে এবার আমরা সব প্রেস পর্যবেক্ষণে রেখেছিলাম। 

ওয়াহিদউদ্দিন বলেন, যদি বাড়তি বই বাদ দেওয়া হয়, তাহলে প্রায় সব বই ছাপানো শেষ। এখন বিতরণের অপেক্ষায় রয়েছে। সামান্য কিছু বই প্রায় দুই-তিন কোটি বই আগামী কয়েক দিনের মধ্যে ছাপা হয়ে যাবে। বার্ষিক পরীক্ষার জন্য এসব বই বাধ্যতামূলক নয়, তাই আশাকরি শিক্ষার্থীরা সমস্যায় পড়বে না।  

তিনি আরও বলেন, আমি বলেছিলাম ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সময় লাগবে, তবে হয়তো মার্চের ১০ তারিখের মধ্যেই সব জায়গায় বই পৌঁছে যাবে।

শিলা ইসলাম

×