
ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নেতৃত্ব বন্ধসহ নিয়োগ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন এবং ‘ঢাকা না রংপুর, রংপুর, রংপুর’, ‘ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা’, ‘ঢাবি না রাবি, রাবি, রাবি’ এমন নানা স্লোগান দেন।
আন্দোলনকারীদের দাবি, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য রয়েছে। তারা সারাদেশে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান এবং সকল ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ চান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার বলেন, আমরা এই বৈষম্য মেনে নেব না। পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সব প্রতিষ্ঠানের পুনর্গঠন চাই।
এদিকে রাজশাহী পশ্চিম রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যাওয়া বা প্রবেশ করার শিডিউল নেই। তবে এর আগেই অবরোধ শেষ হলে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
নুসরাত