ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

গোবিপ্রবি নিয়োগ কেলেঙ্কারিতে মামলার মুখে সাবেক উপাচার্য

প্রকাশিত: ০০:৩৩, ৩ মার্চ ২০২৫

গোবিপ্রবি নিয়োগ কেলেঙ্কারিতে মামলার মুখে সাবেক উপাচার্য

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। রোববার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এই মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন- নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক মোশাররফ আলী, অধ্যাপক আব্দুল মান্নান এবং বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার শারমিন চৌধুরী। 

দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানিয়েছেন, ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর পর্যালোচনা করে দুদকের প্রধান কার্যালয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ পাঠানো হয়। প্রধান কার্যালয়ের নির্দেশনায় এসব ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×