ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

আজ থেকে টানা ৪০ দিন ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন

প্রকাশিত: ১৩:০২, ২ মার্চ ২০২৫

আজ থেকে টানা ৪০ দিন ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৪০ দিন বন্ধ থাকবে। রবিবার (২ মার্চ) থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী— সরকারি ও বেসরকারি সবস্তরের স্কুলের জন্য এই ছুটি প্রযোজ্য।

শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছিল গত বৃহস্পতিবার। অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ৪০ দিন বন্ধ থাকবে।

এছাড়া, ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর জন্য ছুটি আরও দীর্ঘ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানান, রাজধানীর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। এ বছর রমজান, ঈদুল ফিতরের ছুটি এবং এসএসসি পরীক্ষার ছুটি একত্রিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে যাচ্ছে। তবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে স্কুলগুলোকে পরীক্ষার সময়ের ফাঁকে ফাঁকে ক্লাস নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি-

প্রাথমিক বিদ্যালয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, এবারের প্রথম ছুটি শবে মিরাজের। চাঁদ দেখা সাপেক্ষে এই ছুটি ২৮ জানুয়ারি। এ বছর সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছাড়া মোট ৭৮ দিন ছুটি থাকবে স্কুলে।

প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজান মাসের ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে। ঈদুল ফিতর, জুমাআতুল বিদা, শবে কদর, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, শ্রী শ্রী শিবরাত্রি ব্রতসহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা ২৮ দিন বন্ধ থাকবে স্কুল। এই দীর্ঘ ছুটির পরে ৬ এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে।

মাধ্যমিক বিদ্যালয়: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, এবারের প্রথম ছুটি শবে মিরাজের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে এ ছুটি ২৮ জানুয়ারি। আগামী বছর সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছাড়া মোট ৭৬ দিন ছুটি থাকবে স্কুলে।

প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো—পবিত্র রমজান মাসের ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাআতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা ২৮ দিন বন্ধ থাকবে স্কুল। এই দীর্ঘ ছুটির পরে ৮ এপ্রিল থেকে আবার ক্লাস শুরু হবে স্কুলে।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি। এ ছুটি শুরু হবে ১ জুন থেকে, চলবে ১৯ জুন পর্যন্ত।

দুর্গাপূজায় এবার ছুটি আট দিন (২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর) পর্যন্ত ছুটি থাকবে স্কুল। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজদহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এই ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

কলেজ: চলতি বছর কলেজগুলোতে ছুটি থাকবে ৭১ দিন। এর মধ্যে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, জুমাআতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলে একটানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

কলেজগুলোয় শীতকালীন অবকাশ হিসেবে ১৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে। ফাতেহা–ই–ইয়াজদাহম, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। কলেজের ছুটি তালিকায় ঈদুল আজহায় ৩ জুন থেকে ১২ জুন মোট আট দিন ছুটি থাকবে।

এদিকে চলতি বছরে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো ৭৬ দিন, প্রাথমিক বিদ্যালয় ৭৮ দিন ও মাদ্রাসা ছুটি থাকবে ৭৫ দিন।

মাদ্রাসা: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, মাদ্রাসায় এ বছর ছুটি থাকবে মোট ৭৩ দিন। এ বছর মাদ্রাসায় প্রথম ছুটি শবে মিরাজের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে এ ছুটি ২৮ জানুয়ারি, মঙ্গলবার। এ ছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকছে।

ইবতেদায়ী ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা তিন দিন আগে শেষ করতে বলা হয়েছে। নির্বাচনী পরীক্ষা ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওর অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। তাই হাওর অঞ্চলের মাদ্রাসাপ্রধানেরা মোট ছুটি ঠিক রেখে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লিখিত সময়ে ১০ শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা যাবে।

সজিব

×