ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

বন্ধুদের আয়োজনে বর্ণাঢ্য গায়ে হলুদ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ১ মার্চ ২০২৫

বন্ধুদের আয়োজনে বর্ণাঢ্য গায়ে হলুদ

বিয়ে বাড়ি বা বড় কোনো আয়োজন ছিল না। কিন্তু হঠাৎ করেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্কুল মাঠে শুরু হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। শিক্ষার্থীরা একে একে নিয়ে আসল বাঁশের ডালা, কুলা আর চালুন, আর মুহূর্তেই তৈরি হয়ে গেল গায়ে হলুদের মঞ্চ। কিছুক্ষণ পর বর-কনে এসে উপস্থিত হলো।
ক্যাম্পাসে সাধারণত বিকালে শিক্ষার্থীরা আড্ডা দেয়, কিন্তু এদিন সবার চোখ আটকে গেল গায়ে হলুদের মঞ্চে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের গায়ে হলুদের আয়োজন হয়েছে তাদের ক্যাম্পাসেই। সেরকমই এক ব্যতিক্রমী গায়ে  হলুদের স্বাক্ষী হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
সম্প্রতি (২১ শে ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবি স্কুল মাঠে একদল তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে মুখর হয়ে উঠেছিলো শিক্ষাঙ্গন। ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন বিশ্ববিদ্যালয়ে আগেও আয়োজন হয়েছিলো । বর বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম ফাহিমুল্লাহ এবং কোন একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়ার গায়ে হলুদের এই আয়োজন সবার কাছে স্মরণীয় হয়ে থাকল। শিক্ষার্থীরা বলেন, গায়ে হলুদের এ আয়োজন বর এবং কনের পরিবারের লোকজন কেউ করেনি। বিয়ের অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবে না বলেই ক্যাম্পাসে উদ্যোগে এমন ভিন্নধর্মী গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।
এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে কনে সুমাইয়ার বান্ধবী সাবিহা ইসলাম জানান, সবার পক্ষে বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ নেই, তাই আমরা বন্ধু-বান্ধবীরা মিলে এই ভিন্নধর্মী হলুদের আয়োজন করেছি। এটি শুধুমাত্র একটি আনন্দের মুহূর্ত নয়, বরং আমাদের বন্ধুত্ব ও একে অপরকে সমর্থন করার প্রতীক।

×