ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান, বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, "শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে হবে। এখন শিক্ষার ক্ষেত্রে শহর আর গ্রামের মধ্যে তেমন কোন ভেদাভেদ নেই। এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় শহরের না প্রত্যন্ত অঞ্চলের এক শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছে। তাই সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে মাধ্যমিক লেভেল থেকে বেশি বেশি পড়াশোনা করতে হবে।" আজ শুক্রবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, "শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। আমি ছাত্র জীবনে খেলাধুলার সাথে জড়িত ছিলাম। পরে আর সময় পাইনি। বিচার বিভাগে দায়িত্ব পালন কালে অনেক পড়াশোনা করতে হতো আমাদের। তাই তোমাদের বেশি বেশি পড়াশোনার কথা বলছি।"

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ আকনুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নেতা আলী আশরাফ, প্রধান শিক্ষক গৌতম কুমার চ্যাটার্জী, স্থানীয় যুবনেতা বাবুল হোসেন, মিজানুর রহমান সুরুজ ও সাংবাদিক মারুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 

উল্লেখ্য, বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান অতিথির কাছে খেলার একটি মাঠের দাবি করলে তাৎক্ষণিক তিনি বিদ্যালয়ের পাশে তার নিজস্ব ৫০ শতাংশ জায়গা দিতে রাজি হন। উক্ত বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের জমি তার পরিবার দান করেছেন বলে স্থানীয় সূত্র জানায়।

আবীর

×