ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে ও সামনে রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ঢাকা কলেজ ছাত্রদলের  উদ্যোগে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক মামুনুর রহমান, যুগ্ম-আহবায়ক রোকন উদ্দিন, আনিসুর রহমান, আহবায়ক কমিটির সদস্য আবু হেনা রাজিব, নাহিদ আল হাসান, মাউন আহমেদ, ওমর ফারুক, ফিরোজ রাব্বি, সাবেক সহ-সম্পাদক মহিরুল ইসলাম সনি,সাবেক সদস্য মোঃ আজিম উদ্দিন শিহাব, ইলিয়াস হল ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক কিষাণ, কর্মী সজিব হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল মালেক সায়মন, মাহবুব আহমেদ, সুজন গাজী, মুন্না, হাসান আবেদ, শাহ আলম, গোলাম রাব্বি, পলাশ রানা, জুনায়েদ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী। 

এ সময় ছাত্রদল নেতা মামুনুর রহমান বলেন, ঢাকা কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী মাঠের যে নোংরা অবস্থা হয়েছিলো তা সুন্দর ও মনোরম করে রাখা আমাদের দায়িত্ব। আমাদের ক্যাম্পাস শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদেরই দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সেই শিক্ষাই দিয়েছে কিভাবে ক্যাম্পাসের সৌন্দর্য, লেখাপড়ার মনোরম পরিবেশ সুন্দর রাখা যায়।

শরিফ

×