ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকছে ১৯ বিশ্ববিদ্যালয় আবেদন শুরু ৫ মার্চ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকছে ১৯ বিশ্ববিদ্যালয় আবেদন শুরু ৫ মার্চ

গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকছে ১৯ বিশ্ববিদ্যালয় আবেদন

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার দিনগত রাতে জিএসটি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে।

আবেদনের শেষ সময় ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনের সময় বৃদ্ধি করা হবে না। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে।

আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে। ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।
সারাদেশের মোট ২০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের তালিকা হতে আবদেনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দকৃত কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।
কেন্দ্রগুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে লাগাতার কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কয়েক দফায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবন ঘেরাও করে তারা। একাধিক বৈঠকও হয়। এরপরও ২৪ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছে ৫ বিশ্ববিদ্যালয়। ফলে এবার ১৯ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

×