ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১

পিকনিকের বাসে হঠাৎ অসুস্থ ৭ শিক্ষার্থী

প্রকাশিত: ২০:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

পিকনিকের বাসে হঠাৎ অসুস্থ ৭ শিক্ষার্থী

ছবি সংগৃহীত

পিকনিক থেকে ফেরার পথে বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন  অন্তত ৭ শিক্ষার্থী। রাজধানীর আগারগাঁওয়ের "ইনস্টিটিউট অফ সায়েন্স ইনফরমেশন এন্ড টেকনোলজি"র ওই শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

আজ বুধবার সন্ধ্যার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে এই ঘটনা ঘটে। 

ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা জানান, তারা আজ সকালে ৬টি বাস নিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও পানামা সিটিতে যান পিকনিকে। সেখানে সারাদিন ঘুরাঘুরি ও খাবার খেয়ে বিকেলে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বাসের মধ্যেও সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে সবাই নাচানাচি করছিল। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে একটি বাসে এক মেয়ে শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পরপর আরও অন্তত ৬ শিক্ষার্থী অসুস্থ বোধ করে। পরে ওই বাসেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সন্ধ্যার দিকে অন্তত ৭ শিক্ষার্থীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কেউ কেউ বমি করছে। কারো শ্বাসকষ্ট হচ্ছে। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের প্যানিক অ্যাটাক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অসুস্থ্য শিক্ষার্থীরা হলেন, সাদিয়া আক্তার পাপড়ি (১৮), সাব্বির (১৯), মনিকা (১৭), নুসরাত (১৭), শিমুল (১৮), সামিয়া (১৮), রাবেয়া আক্তার (১৭)।

আশিক

সম্পর্কিত বিষয়:

×