ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

৭০ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

৭০ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

ছবি: সংগৃহীত

আসন্ন রমজান ও ঈদের পাশাপাশি ঈদ পরবর্তী এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র থাকবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলোর শিক্ষার্থীরা টানা ৭০ দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন।
শিক্ষাপঞ্জি অনুযায়ী রোজা ও ঈদের বন্ধ আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হবে। এছাড়া ১ ও ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় সবমিলিয়ে ৪০ দিনের বন্ধ পাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেশের সরকারী বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটি পাবেন।
তারপর ১০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার কেন্দ্র যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে তারা আরও ৩০ দিন মিলিয়ে মোট ৭০ দিনের ছুটি পাচ্ছেন।
 

এমটি

×