ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

ডাকসুর দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা

প্রকাশিত: ২০:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ডাকসুর দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন বর্তমান সময়ে ঢাবির শিক্ষার্থীদের প্রাণের দাবি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, ৫ আগস্ট এর পর ছয় মাস পেরিয়ে গেলেও প্রশাসন নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। অবশেষে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি আদায় করে নিতে এগিয়ে আসে সম্মিলিত ডাকসু আন্দোলন। একাধিক সংগঠনের সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত সম্মিলিত ডাকসু আন্দোলন গত ২০ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ঘোষণা করে।

গত কয়েকদিনে বিভিন্ন বুথ, হল, ডিপার্টমেন্ট ও অনলাইনে সংগৃহীত স্বাক্ষর মাননীয় উপাচার্যের কাছে হস্তান্তর এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত চেয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল ২৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় ভিসি অফিসের সামনে এ কর্মসূচি পালিত হবে।

মুহাম্মদ ওমর ফারুক

×