ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ইবিতে কুয়েট-সিলেটে হামলার বিচার দাবিতে বিক্ষোভ

ইবি সংবাদদাতা 

প্রকাশিত: ২৩:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ইবিতে কুয়েট-সিলেটে হামলার বিচার দাবিতে বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও সিলেটের এমসি কলেজে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত সহ তিন দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তাদের অন্য দুই দাবি হলো- আওয়ামী স্বৈরাচারের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ ও বিচার নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় শেখ পরিবারের ব্যক্তিবর্গের নামে থাকা স্থাপনায় নাম পরিবর্তন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে ‘দোসরদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে ’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসরদের বিচার হয়নি বলেই আজ সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে। সন্ত্রাসীদের কোনো দলমত নেই, তারা দুষ্কৃতকারী। তাদের অতিদ্রুত বিচার করতে হবে। তারা যেই দলেরই হোক। বর্তমান প্রশাসনকে বলবো আপনারা বিপ্লব পরবর্তী প্রশাসন। আপনাদের কোন দলমত কে ভয় পেলে চলবে না। সুতরাং অতিদ্রুত কুয়েট, এমসি কলেজ সহ সকল সন্ত্রাসীদের অতিদ্রুত বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোদিন অন্যায়কে  ভয় পাইনি এবং ভবিষ্যতেও ভয় পাবে না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, আজকে আমাদের পড়ার টেবিল ছেড়ে আন্দোলনে আসতে হচ্ছে। যার মূল কারণ বর্তমান প্রশাসন আওয়ামী দোসরদের যথাযথ বিচার করতে না পারার। যতদিন এই দোসর দের যথাযথ বিচার না হবে ততোদিন সন্ত্রাসীরা ভয় পাবে না। জুলাই আন্দোলনে এই স্বৈরাচারীরা শিক্ষার্থীদের উপর আক্রমণ করতে উসকে দিয়েছে তাদের এখনো বিচার হয়নি। গতকাল কুয়েটে আজকে এমসি কলেজে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে। আমরা ইবিতে এমন হামলা দেখতে চাই না। সুতরাং সবাই কে সতর্ক থাকতে হবে।

 

রাজু

×