ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

হৃদরোগে আক্রান্ত জবি কর্মচারী রতন ঘোষ, সাহায্যের আবেদন

জবি সংবাদদাতা  

প্রকাশিত: ১৯:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

হৃদরোগে আক্রান্ত জবি কর্মচারী রতন ঘোষ, সাহায্যের আবেদন

 

 

জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী রতন ঘোষ। হৃদরোগ, লিভারে পানি জমা, রক্তশূন্যতা, ডায়াবেটিস ও চক্ষু রোগে আক্রান্ত তিনি। অর্থাভাবে করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা।


রতন ঘোষ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে কর্মরত একমাত্র টেলিফোন টেকনিশিয়ান। ২০১২ সাল থেকে কর্মরত আছেন এই পেশায়। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের কর্মব্যস্ততায় ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে, মরণব্যাধি রোগ বাসা বেঁধেছে তার লিভারে, ছিদ্র করেছে হার্টে, কমে এসেছে দৃষ্টিশক্তি।
জীবনের মাঝপথে দাঁড়িয়ে আজ অসহায় রতন ঘোষ। একদিকে বাঁচার লড়াই অন্যদিকে পরিবারের ঘানি টানতে উপার্জনের সংগ্রাম। 
রতন ঘোষ জানান, 'হাজিরাভিত্তিক বেতনে কাজ করি। পার্মানেন্ট হই নাই। আসলে হাজিরা দেয়, না আসলে দেয় না। কোনো মাসে ৭ তো কোনও মাসে ৯ হাজার টাকা পাই। আবার কোনও মাসে ৪ হাজারও পাই, গ্রীষ্মকালীন ছুটিতে ভার্সিটি বন্ধ থাকলে ৪ হাজার টাকাও স্যালারি পাই। খুবই কষ্টে আমার দিন যায়।
পরিবার বলতে আমি আর আমার ওয়াইফ দুজন আছি। কোনও ছেলেমেয়ে নাই আমার। ৬মাস আগে মিটফোর্ড হাসপাতালে ডাক্তার দেখাইছি। ডাক্তার রেস্টে থাকতে বলছে। কিন্তু অসুস্থ শরীর নিয়াও কাজ করি।'


সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল ও হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়ে রতন ঘোষ বলেন, 'টেস্ট করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। আপনারা যদি এগিয়ে আসেন, সহায়তা করেন তবে আমার চিকিৎসাটা হবে।'
সাহায্য পাঠানোর ঠিকানা: সাহায্যপ্রার্থী রতন ঘোষ
 বিকাশ- ০১৯১৪৫৭৩১৮৪

মামুন/সাজিদ

×