![জবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বে ৪২জন জবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বে ৪২জন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-13-at-61405-PM-2502131259.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিজস্ব পদ্ধতিতে 'ডি' ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে ১১টা এবং বিকাল সাড়ে তিন টা থেকে সাড়ে চার টা পর্যন্ত দুই শিফটে হবে এ পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 'ডি' ইউনিটে মোট আবেদন করেছেন ২৪,৯৫৬ জন ভর্তিচ্ছু, বিপরীতে আসন সংখ্যা ৫৯০টি। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪২ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নের জন্য থাকবে ২৪ নম্বর এবং লিখিত পরীক্ষার জন্য থাকবে ৪৮ নম্বর।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি ভালো। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৯৫৬ জন।
এদিকে, 'ডি' ইউনিটের অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তিচ্ছুদের লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার ফলাফলের মেধাতালিকার ভিত্তিতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অন্তত ২০ নম্বর পেতে হবে এ বিভাগের ভর্তিচ্ছুদের। লিখিত, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
রিফাত