![খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13---2025-02-12T171450321-2502121115.jpg)
ছবিঃ সংগৃহীত।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এর সম্মানে এ ভবনের নামকরণ হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) 'প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন' এর নামফলক উন্মোচন করা হয়। নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনও কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক- এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুনভাবে পথচলা সুগম হয়েছে। শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভবনের নামে পরিবর্তন আনা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলা ও উৎকর্ষ সাধনে প্রফেসর ড. গোলাম রহমান এর অবদান চিরস্মরণীয়। এজন্য তাঁর প্রতি সম্মান জানিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন ইংরেজি ডিসিপ্লিনের খালিদ মাহমুদ। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ ওমর ফারুক