ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

মোবারক হাসান

গণিত একটা ফ্যাসিবাদী সাবজেক্ট

প্রকাশিত: ১৯:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

গণিত একটা ফ্যাসিবাদী সাবজেক্ট

গণিত একটা ফ্যাসিবাদী সাব্জেক্ট, বিগতসময়ে এই সাব্জক্টের কারণে বহু মানুষের রিজিক আটকায়া গেসে। যা ২৪ এর স্পিরিটের পরিপন্থী... 

এমন হাস্যরসাত্মক অনেক মন্তব্য ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। মূলত বিসিএস পরীক্ষার জন্য শিক্ষা কমিশন একটি নতুন প্রতিবেদন প্রণয়ন করে, যেখানে গণিতকে রাখা হয় নাই। এর প্রেক্ষাপটে শিক্ষার্থীরা কেউ কেউ এটাকে নিয়ে মজা নিচ্ছেন আবার কেউ কেউ গণিতকে না রাখায় উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিসিএস পরীক্ষার জন্য ৬টি আবশ্যক বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যেমন বাংলা রচনা ১০০ নম্বর, ইংরেজি রচনা ১০০ নম্বর, ইংরেজি কম্পোজিশন এবং প্রেসি ১০০ নম্বর, বাংলাদেশের সংবিধান, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ১০০ নম্বর, আন্তর্জাতিক ও চলতি বিষয়াবলী ১০০ নম্বর, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ ও পরিবেশ এবং ভূগোল ১০০ নম্বর। তবে মৌলিক বিষয়ের মধ্যে সুপারিশে রাখা হয়নি গণিত।

মুহাম্মদ ওমর ফারুক

×